
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকার ট্রফিতে হারের মধ্যেও কিছু ভাল মুহূর্ত থেকে গিয়েছে ভারতীয় দলের কাছে। গাব্বায় ঐতিহাসিক টেস্টে ম্যাচ বাঁচানো ইনিংস আকাশদীপের কাছে জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি। ফলো অন বাঁচানোর পর প্যাট কামিন্সকে বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন আকাশদীপ। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট কোহলির ব্যাট দিয়ে গোটা ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের মধ্যে দুটি খেলেছিলেন আকাশদীপ। ৮৭.৫ ওভার বল করে পাঁচটি উইকেট নেন তিনি। তবে ব্রিসবেনে ব্যাট হাতে শেষ উইকেটে জসপ্রীত বুমরার সঙ্গে ৪৭ রানের পার্টনারশিপ এবং তাঁর নিজের ৩১ রানের ইনিংস ভারতীয় সমর্থকদের মন ছুঁয়ে যায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আকাশদীপ বলেন, ওটা বিরাট ভাইয়ার ব্যাট ছিল। ওটার ওপর এমআরএফ লোগো ছিল।
আকাশ দীপ জানান, ‘ভাইয়া নিজেই জিজ্ঞাসা করেছিলেন, তোমার ব্যাট লাগবে?’ আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ ভাইয়া, আপনার ব্যাট কে না চাইবে?’ এরপর উনি নিজে হাতে আমাকে ব্যাটটা উপহার দিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকলেও, তাঁর মত কিংবদন্তির কাছে এমন আবদার করা আকাশ দীপের পক্ষে সহজ ছিল না। তারকা পেসার জানান, ম্যাচ চলাকালীন, ম্যাচ চলাকালীন বিরাট পুরোপুরি নিজের জোনে থাকেন। তখন বিরাট ভাইয়াকে বিরক্ত করতে আমি চাইনি।
কিন্তু ভাইয়া নিজেই ব্যাটটা দিয়ে দিলেন। প্রসঙ্গত, ব্রিসবেন টেস্টে শেষ উইকেটে জসপ্রীত বুমরার সঙ্গে আকাশ দীপের ৪৭ রানের পার্টনারশিপ ভারতকে ফলো-অন এড়াতে সাহায্য করে। সেই ইনিংস প্রসঙ্গে আকাশদীপ বলেন, আমার মনে একটাই চিন্তা ছিল আউট হব না। যতক্ষণ সম্ভব আমাকে ব্যাট করতে হবে। আমার লক্ষ্য ছিল, যত বেশি সময় উইকেটে টিকে থাকব, তত কম সময় আমাদের ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে। ম্যাচ শেষে দলের প্রশংসা পেয়েছিলেন আকাশ, তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সমর্থকদের প্রশংসা পাওয়ায়।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের